সুন্দরবনে বন্য শুকুরের আক্রমণে কাঁকড়া শিকারি আহত
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বন্য শুকুরের আক্রমণে রুহুল আমিন গাজী (৬০) নামে এক কাঁকড়া শিকারি গুরুত্বর আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবনে তুষখালী নামক স্থানে কাঁকড়া শিকারের সময় এ ঘটনা ঘটে। সে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত ফকির সরদারের ছেলে।
পারিবারিক সূত্রমতে, বন বিভাগ হতে অনুমতি নিয়ে রুহুল আমিন গাজী সুন্দরবনে তুষখালী খালে কাঁকড়া আহরণ করার সময় হঠাৎ বন্য শুকুরের দল তাকে আক্রমণ করে। এসময় সে গুরুত্বর আহত হয়। পার্শ্ববর্তীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা অসংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আনিসুর রহমান সাতক্ষীরা হাসপাতালে প্রেরণ করেন।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এস ও কে এম কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।