শ্যামনগরে অপদ্রব্য মিশ্রিত ৪০ কেজি চিংড়ী জব্দ
শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপদ্রব্য মিশ্রিত বাগদা চিংড়ী সহ ফজলু গাজীকে আটক করেছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বংশীপুর গ্রামে নিজ বাড়ীতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য মিশ্রিত করার সময় তাকে হাতে নাতে আটক করে। সে ওই গ্রামে ইমান আলী গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হালিম ফজলু গাজীকে আটক করেন। এসময় তার ঘর থেকে অপদ্রব্য মিশ্রিত ৪০ কেজি ভেজাল বাগদা সহ পুশ কাজে ব্যবহৃত আনুষঙ্গিক মালামাল জব্দ করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ভ্রাম্যমান আদালতে দোষী সাব্যস্ত করে ১হাজার টাকা জরিমানা করেন এবং ফজলু গাজীকে মুচ লেখা দিয়ে মুক্তিদেওয়া হয়। ভেজাল চিংড়ী আগুনে বিনষ্ট করা হয়।
Please follow and like us: