বেনাপোল সীমান্ত বারোপোতা গ্রাম থেকে ৫ কেজি স্বর্ণের বার সহ পাচারকারী আটক
যশোরের বেনাপোল বারোপোতা গ্রাম থেকে ৫ কেজি স্বর্ণেরবার ও ১টি মোটরসাইকেল সহ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প গোপন সংবাদ পেয়ে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে মোঃ সজিব হোসেন(২৮) নামে এক পাচারকারীকে তল্লাশী করে ৪০ পিচ স্বর্ণেরবার সহ তাকে আটক করা হয়। আটক সজিব হোসেন বাগআঁচড়া সাতমাইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
৪৯ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক সাংবাদিক রাসেল ইসলামকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় বেনাপোল ক্যাম্পের টহল দল বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করে। আটক স্বর্ণের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে তিনি জানান।আটক স্বর্ণের বার সহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
Please follow and like us: