বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন গড়েরকান্দা
বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গড়েরকান্দা আদর্শ যুব সংঘ ২-১ গোলে পারকুখরালী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় কুখরালী একাদশের সুমন খেলার ১ মিনিটের মাথায় ১ম গোল করেন। গড়েরকান্দার রিপন ১০ মিনিটের মাথায় গোল করে সমতায় ফিরিয়ে আনে। খেলার শেষার্ধে মামুন গোল করে দলকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা যুবলীগের আহবায়ক আাব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পৌর যুব লীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, পৌর যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, ইলিয়াস কবির, ইউসুফ সুলতান মিলন, মেহেদী হাসান, পৌর সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মাহমুদুল হাসান শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইব্রাহিম রাজা। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ সাইফুল ইসলাম। খেলায় রেফারী ছিলেন মনিরুজ্জামান, ছোট ও মাজেদ। ম্যান অব দ্য টুর্নামেন্ট মামুন।