ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষার সময়সূচি
বাতিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ই নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে ঢাবির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও সময়সূচি প্রকাশ করে। এতে আগের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন ভর্তিচ্ছুরাই শুধু অংশ নিতে পারবে।
সেখানে বলা হয়, ‘প্রচলিত পদ্ধতিতেই (এমসিকিউ) পুনরায় পরীক্ষা নেয়া হবে। এবং যারা গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধু তারাই অংশ নেবে। ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত।
ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
Please follow and like us: