টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
কক্সবাজারে টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হামিদুল ইসলাম প্রকাশ লালাইয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক কারবারি ছিলেন বলে দাবি করছে পুলিশ।
শুক্রবার ভোরে নাফ নদীর কিনারায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছয় হাজার পিস ইয়াবা, দুটি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
৩৫ বছর বয়সী নিহত হামিদুল হ্নীলার উলুচামরী এলাকার কালা মিয়ার ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপ কুমার দাশ জানান, হ্নীলায় মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে দমদমিয়া এলাকার নাফ নদীর কিনারায় গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের দলটি ঘটনাস্থলে গেলে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে ৩৫/৪০ রাউন্ড গোলাগুলির পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক কারবারি হামিদুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এছাড়া ছয় হাজার পিস ইয়াবা, দুটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহত হামিদুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ডন হামিদ হোসেনের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক ও মানব পাচারসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।