জি এম শফিউল্লাহ কে সাতক্ষীরা জেলা কমিটির অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় জি এম শফিউল্লাহ ইসলাম কে সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের রসুলপুর নিজস্ব বাসভবনে নেতাকর্মীরা উপস্থিত হয়ে এই অভিনন্দন জানান ।
এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী তরুণ লীগের সভাপতি শাহানুর রহমান শাহীন, সহ সভাপতি হাবিবুর রহমান, ক্রিয়া সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক আনিকুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা কামাল, আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আতাউর রহমান, রাসেল আহমেদ প্রমূখ।
এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি এম শফিউল্লাহ বলেন, সাতক্ষীরা ৪ আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। তবে নেত্রী যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষ হয়ে অর্থাৎ নৌকার পক্ষে কাজ করব।
পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুল রহমানকে আওয়ামী তরুণ লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।