কলারোয়ায় কাকডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধুলিয়ার বাগডাঙ্গা
কলারোয়ার কাকডাঙ্গায় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে চুপড়িয়া আপন স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে ধুলিয়ার বাগডাঙ্গা বেদনাথ ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। শুক্রবার বিকেলে কাকডাঙ্গা ফুটবল মাঠে স্থানীয় তরুণ সংঘ আয়োজিত ৮দলীয় নক-আউট টুর্নামেন্টের এ ম্যাচের প্রথমার্ধের ২০মিনিটে বাগডাঙ্গার স্ট্রাইকার শাহেদ গোল বক্সের বাইরে থেকে ফ্রি কিকের দুর্দান্ত শর্টে গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন। দি: তীয়ার্ধের শুরুতে দু’দলই গোলের নেশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে। শেষ দিকে বাগডাঙ্গার মাঝমাঠের খেলোয়াড় ইমদাদুল গোল করে দলকে ২-০ ব্যবধানে জয়লাভ করান। এসময় বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঠ কমিটির সভাপতি ইউপি সদস্য ইয়ার আলী, সেক্রেটারি প্রদর্শক শাহিনুর রহমান, ইউপি সদস্য মহিদুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, আব্দুস সালাম, প্রভাষক সানোয়ার হোসেন, প্রভাষক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারি হাবিবুর রহমান, যুবলীগ নেতা সুমন হোসেন প্রমুখ।