কলারোয়ায় একই দিনে দুই ব্যক্তির আত্মহত্যা
কলারোয়ায় দুই ব্যক্তি আত্মহত্যা করেছে। শুক্রবার উপজেলার চান্দা ও পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে- শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের মৃত সাহাজুদ্দীন সরদারের ছেলে আতাউর রহমান (৩৬) বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তিনি পেশায় মাদরা বাজারের দর্জি ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে মানসিক সমস্যা ভুগছিলেন।
এদিকে, কলারোয়া বাজারের মাজেদ হোটেলের সত্বাধিকারী আব্দুল মাজেদের স্ত্রী মাহফুজা খাতুন (৪০) আত্মহত্যা করেছেন। দুই সন্তানের জননী মাহফুজা শুক্রবার বেলা ১১টার দিকে চাউলে দেয়া গ্যাস ট্যাবলেট খান। এসময় স্বজনরা তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরায় নেয়ার পথে বেলা দেড়টার দিকে তিনি মারা যান। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তার বাড়ি পৌরসদরের তুলশীডাঙ্গা ১নং ওয়ার্ডের মাঠপাড়ায়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- উভয় ঘটনায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।