আশাশুনির মহিষাডাঙ্গায় অজয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গায় অজয় স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ২য় সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মহিষাডাঙ্গা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের আয়োজনে খেলায় কাঠিপাড়া ফুটবল একাদশ ও দাঁদপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় দাদপুর দল ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন আবু ওয়াহিদ বাবলু। সহকারী রেফারী ছিলেন অরুণ কুমার বিশ্বাস ও আছাদুল হক। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নগেন্দ্র নাথ বিশ্বাস, মাষ্টার অরবিন্দ সানা, কুল্যা ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, সমাজ সেবক ধর্মদাশ সরকার, কাদাকাটি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ কুদ্দুছ, তালা উপজেলা আ’লীগ নেতা খোরশেদ আলম, আমেরিকা প্রবাসী জয়দেব কুমার গাইন, আ’লীগ নেতা অহেদালী, সাবেক মেম্বার সুভাষ চন্দ্র মন্ডল, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক বিমল কুষ্ণ সরকার, রনজিৎ কুমার সরকার প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বলাকা যুব সংঘের উপদেষ্টা প্রফেসর হিরুলাল বিশ্বাস, সভাপতি নিমাই বিশ্বাস ও সেক্রেটারি দেবব্রত বিশ্বাস। ধারাভাষ্যে ছিলেন আশরাফ উদ্দিন। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন দাদপুর দলের রায়হান।