আশাশুনিতে রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জিত
আশাশুনিতে খরিপ-২ রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে ফসল উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি উপজেলায় ৯ হাজার ১ শত ৩০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। যার মধ্যে উপসী ৯০০০ হেক্টর ও স্থানীয় জাতের ১৩০ হেক্টর জমি। সেখানে অর্জিত হয়েছে ১১০ হেক্টর বেশী অর্থাৎ ৯ হাজার ২ শত ৪০ হেক্টর। যার মধ্যে উপসী জাতের ৯ হাজার ৭০ হেক্টর ও স্থানীয় জাতের ১৭০ হেক্টর জমি রয়েছে। গত বছর (২০১৭) উপসী ৯ হাজার ১০০ হেক্টর ও স্থানীয় জাতের ১৩০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছিল। চলতি বছর ৯২৪০ হেক্টর জমিতে ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপসী প্রতি হক্টরে ৪.১৭ মেঃটন হিসাবে ৯০৭০ হেক্টরে ৩৭৮২২ মেঃটন এবং স্থানীয় জাতের ২.২৫ মেঃ টন হিসাবে ১৭০ হেক্টর জমিতে ৩৮৩ মেঃ টন ধান উৎপাদিত হতে পারে। ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করে ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। প্রকৃতির পরিস্থিতি ও বৃষ্টিপাত চলতি বছর ভালই ছিল। এভাবে শেষ নামলে ইনশাল্লাহ ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।