আশাশুনিতে নাশকতা মামলার চার আসামীকে গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার ৪ আসামীকে গ্রেফতার । গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) প্রদীপ কুমার সানা, এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন, অভিযান চালিয়ে নাশকতা মামলা নং-২(১০)১৮ ও ১৬(০৮)১৮ এর আসামী পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামের মৃত সুলতান সরদারের পুত্র নজরুল ইসলামকে বড়দল এলাকা থেকে গ্রেফতার করেন। পিএসআই (নিঃ) মোঃ আঃ রাজ্জাক, এএসআই (নিঃ) মাহাবুব হাসান, এএসআই (নিঃ) ফেরদৌস কবির অভিযান চালিয়ে বড়দল গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক সানার পুত্র তৌহিদ, মৃত আমজাদ ঢালীর পুত্র মহব্বত ও মৌখালী দক্ষিণ পাড়ার মজিবর রহমান গাইনের পুত্র সানোয়ারকে বড়দল ইউনিয়নের বুড়িয়া এলাকা থেকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১৮২ পিচ ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং১৩(১০)১৮ রুজু করা হয়েছে। আটককৃত তৌাহিদ সানা কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দু’টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং তিনি নাশকতা মামলা ১৬(০৮)১৮ ও ১২(০৯)১৮ এর সন্দিগ্ধ আসামী বলে পুলিশ জানিয়েছে।