পাটকেলঘাটায় গৃহবধূ রহিমার কীটনাশকপানে আত্মহত্যা
পাটকেলঘাটায় রহিমা নামের এক গৃহবধূ কীটনাশকপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টার দিকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ বছর আগে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র শেখ আবু শাহিন (৩৯) এর সাথে নরসিংদী সদরের আব্দুর রহিম মিস্ত্রির মেয়ে রহিমা বেগম (৩২) এর ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে ১টা মেয়ে ও ১টা ছেলে সন্তানও জন্ম গ্রহণ করে। তবে বেশ কিছুদিন স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্যে চলে আসছিলো। বুধবার সন্ধ্যার পরে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত ১১টার দিকে স্ত্রী রহিমা ঘরে থাকা কীটনাশক পান করে। পরিবারের লোকজন উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।