ফের নাটকে ‘তিনি’
মডেল-অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম। অনেকদিন পর নাটকে অভিনয় করলেন তিনি। বিজ্ঞাপন দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু করলেও মাঝে কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে। ‘চিনিগুড়া প্রেম’, ‘আল্পনা কাজল’, ‘প্রবলেমটা কি’, ‘লাভ বক্স’, ‘ফটোগ্রাফ’সহ বেশকিছু নাটকে অভিনয় করেন শাহতাজ।
তাছাড়া ওই সময় একটি গানেও কণ্ঠ দেন এই তারকা।
তবে এই সময়ে এসে অনেকদিন পর কক্সবাজারে চিত্রনায়ক ইমনের বিপরীতে একটি নাটকে কাজ শেষ করছেন বলে জানালেন তিনি। এরপর ঢাকায়ও ফিরে এসেছেন এই মডেল।
শাহতাজ বলেন, ইমন ভাইয়ের বিপরীতে ‘নায়ক, নায়িকা ও ভিলেন’ নামে একটি খণ্ড নাটকের কাজ করেছি। আসলে ভালো একটি গল্পে কাজ করে ভীষণ ভালো লাগছে।
নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল। খুব শিগগির এটি সম্প্রচারিত হবে।
Please follow and like us: