পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে সৌদি সরকার
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই ইমরান খান ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনের। আর এজন্য রাষ্ট্রীয় বিভিন্ন খাতে খরচ কমানোর কথাও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন বহির্বিশ্বের সহায়তা নেয়ার কথাও।
এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের অর্থনৈতিক মন্দা কাটাতে দেশটিকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
পাকিস্তানের অতীত মিত্র এক বছরের মেয়াদে তেল আমদানিতে পাকিস্তানকে এই ৩ বিলিয়ন ডলারের সুবিধা দিতে সম্মত হয়েছে।
সম্প্রতি এফআইআই সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে সৌদি সফরে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তখনই এই সহায়তার চুক্তি স্বাক্ষর হয়।
এদিকে পাকিস্তান সরকারের দাবি- গত ৭০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পতিত হয়েছে।
Please follow and like us: