শ্যামনগরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত
সাতক্ষীরা শ্যামনগরে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন, রূপান্তর, ফ্রেন্ডশিপ, প্রগতি,সুশীলন,বারসিক,ফিয়া,সিডিও,পল্লীচেতনা,এনজিএফ এর সহযোগিতায় ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এবং হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্য সম্মত স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শেষে অংশীজনের বৈঠক খানায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন সাগর,কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব,প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আফজাল হোসেন, সাংবাদিক আবু সাইদ, সাংবাদিক রণজিৎ বর্মণ, বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, ফ্রেন্ডশিপের সুকুমার মন্ডল, রূপান্তরের আসাদুজ্জামান আসাদ, ওয়ার্ল্ড ভিশনের জিয়াউর রহমান, প্রগতির সুপর্ণা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সিডিও ইয়থ টিমের আব্দুল আলিম, জিএম হুমায়ুন কবির হিমু, রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন,মনির হোসেন, নয়ন, আশিকুর রহমান, জগবন্ধু কয়াল সহ বিভিন্ন জিও এনজিও’ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।আলোচনা সভা শেষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় হতদরিদ্রের মাঝে বিনামূল্যে রিং স্লাব বিতরণ করা হয়।