যশোরের শার্শা- বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ওষুধ উদ্ধার
যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে পৃথক অভিযানে ৫৮ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।
মঙ্গলবার দুপুরের দিকে বেনাপোল সীমান্তের গাতিপাড়া বালুর মাঠ ও শার্শার শালকোনা সীমান্ত থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মোঃ আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে গাতিপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী তার পেছনের কার্টুন ফেলে মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে কার্টুন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।
এছাড়া শার্শার শালকোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ হোসেন মণ্ডলের নেতৃত্বে পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে শালকোনা সীমান্ত হতে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধগুলো কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।