কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক
কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ফজলুর রহমান (২৬) উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের অহেদ আলীর ছেলে। সোমবার সন্ধ্যার দিকে ২০পিচ ইয়াবাসহ পুলিশ ওই যুবককে আটক করেন। থানা সূত্র জানায়- ‘অফিসার ইনচার্জ মারুফ আহম্মদের নির্দেশনায় পুলিশের একটি দল উপজেলার গনপতিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে ফজলুর রহমানকে আটক করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা (নং-১৭ তাং-২২/১০/২০১৮ইং) হয়েছে। মঙ্গলবার দুপুরে আটককে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Please follow and like us: