বেনাপোলে মাদক চোরাকারবারি মিতু খাতুন বিজিবির জালে
বেনাপোল বিজিবির সদস্যরা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পায়ে বাধা অবস্থায় ৫০০ পিস ইয়াবা ও ব্যাগে ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন (২১) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে যশোরের অভয়নগর উপজেলার ভূইকাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে।
সোমবার (২২ অক্টোবর ) সন্ধ্যার সময় পোর্ট থানার রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি একজন নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে ট্রেনে করে নওয়াপাড়া যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার সাঈদ, হাবিলদার মোজাম্মেল, ল্যান্স নায়েক খোকন, ল্যান্স নায়েক শরীর ও সিপাহী মামুন সেখানে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিল সহ মিতুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।