যশোরের সীমান্ত এলাকা থেকে ৮ টি ভারতীয় এয়ারগান উদ্ধার
যশোরের সীমান্ত এলাকা থেকে ৮ টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা। ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮ টার দিকে চৌগাছার আন্দুলিয়া কোম্পানি সদরের নায়েব সুবেদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। তারা দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে আটটি এয়ারগান উদ্ধার করেন। এগুলো ভারতের তৈরি। চোরাচালানিরা অবৈধ পথে এগুলো দেশে এনে পাটকাঠির গাদার মধ্যে লুকিয়ে রেখেছিল। উদ্ধার করা এয়ারগানগুলো চৌগাছা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Please follow and like us: