ঢাকা-সিলেট মহাসড়কে চার যুবকের লাশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার চার যুবকের লাশ পেয়েছে পুলিশ।
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নে ভোরে লাশগুলো উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ওসি এমএ হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশগুলো ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। সবার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন আছে। তবে সেটি গুলির চিহ্ন কিনা প্রাথমিকভাবে জানা যায়নি। অন্য কোথাও হত্যার পর হয়তো লাশগুলো এখানে ফেলে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
Please follow and like us: