রেকর্ড গড়া জয়ে সিরিজ জিতলো পাকিস্তান
প্রথম টেস্ট জিততে জিততে জেতা হয়নি। তবে না হারলেও অস্ট্রেলিয়ার জন্য ড্র-টিই ছিল জয়ের সমান। তবে প্রথম টেস্টের নায়ক উসমান খাজা চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েই করতে পারেননি। কিন্তু তারপরেও পাকিস্তানের জয় প্রায় নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত আবুধাবি টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। রানের হিসেবে এটি পাকিস্তানের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান।
এর আগে রানের হিসেবে পাকিস্তানের সবচেয়ে বড় জয়টাও ছিল এই আবুধাবিতে। প্রতিপক্ষও সেই অস্ট্রেলিয়াই। ২০১৪ সালে সেই ম্যাচে অজিদের ৩৫৬ রানের বড় ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
প্রথম ইনিংসে ১৩৭ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে আরো ৪০০ রান যোগ করে সরফরাজের দল। ফলে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৮ রানের। এই রান তাড়া করতে বিশ্বরেকর্ডই করতে হতো তাদের। কেননা, টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের।
৪৭ রানে ১ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আরও একবার তারা পড়েছে মোহাম্মদ আব্বাসের তোপে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া এই পেসার দ্বিতীয় ইনিংসেও ঝড় তুলেছেন।
৩৬ রান করা ট্রাভিস হেডকে দিয়ে শুরু। এরপর একে একে মিচেল মার্শ (৫), অ্যারন ফিঞ্চ (৩১), টিম পেইন (০), লাবোচানের (৪৩) উইকেট নিয়ে অজিদের ব্যাটিং ধবস নামিয়ে দেন। খাজা ব্যাটিংয়ে না নামতে পারায় শেষ পর্যন্ত অজিদের ইনিংস থেমেছে ১৬৪ রানে।
দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন বিস্ময় পেসার মোহাম্মদ আব্বাস। দ্বিতীয় ইনিংসে ৬২ রান খরচায় নিয়েছেন ৫টি। ইয়াসির শাহর শিকার ৩টি আর বাকি দুই উইকেট দখল নিয়েছেন মীর হামজা।