শার্শার বেনাপোলে অবৈধ অনুপ্রবেশ কালে আটক-৫
যশোরের বেনাপোল পোর্টথানা সীমান্তবর্তী দৌলতপুর গ্রাম দিয়ে শুক্রবার সকালে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ১শিশু সহ ৫ জন কে আটক করেছে ২১ বিজিবি দৌলতপুর ক্যাম্প সদস্যরা।এ সময় পাচারকারী পালিয়ে গেছে বলে জানান বিজিবি।
বিজিবি পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বেস কিছু লোক ভারতের আংরাইল সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করে সীমান্তে একটি বাশ বাগানের ভিতর অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ক্যাম্পের সদস্যরা সে অভিযান চালিয়ে রাহেলা (২২),টিটু(২৮),রফিকুল ইসলাম (৪০)লিটন (২৩)ও শিশু সোহাগী (০৩)কে আটক করে। তাদের বাড়ি নড়াইল, মাদারীপুর, বরিশাল ও খুলনা জেলায়। আটক বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ১১সি ধারা মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।