শ্যামনগরে দশ জুয়াড়ী আটক
শ্যামনগর থানা পুলিশ দশ জুয়াড়ীকে আটক করেছে। আজ রাত আড়াই টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে কেনা শেখের বসত বাড়ী হইতে পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল জুয়ার আসর হইতে জুয়াড়ীদের আটক করেন। আটক জুয়াড়ীরা হলেন- কৈখালী ইউনিয়নের কাঠামারী গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে রাশেদ গাজী (২৩), পার্শ্ববর্তী পরানপুর গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে রবীন্দ্র নাথ মন্ডল (৪০), মৃত সুলতান সরদারের ছেলে আব্দুল হক ওরফে হক সাবেক (৩৮), মৃত মোগনা সরদারের ছেলে মোহাম্মদ আলী (৫২), রশিদ গায়েনের ছেলে রমজান গায়েন (২৫), দ্বীন আলী সরদারের ছেলে মোকাররম ওরফে ফারুক (২৩), মৃত সুলতান সরদারের ছেলে আব্দুল আজিজ (৪৫) ও রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামের ফজর আলী গাজীর ছেলে আইয়ুব আলী গাজী (২০), ফজলু গাজীর ছেলে শাহজাহান গাজী (২১) এবং মৃত আব্দুল হামিদ গাজীর ছেলে ফজর আলী গাজী (৩৫)। পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ১৯ হাজার ২শত টাকা ও খেলার তাস সহ আনুসাঙ্গিক জিনিষপত্র জব্দ করেন। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জুয়া আইনে ১৭নং মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।