পূজায় ভক্তদের মাঝে ছুটে চলেছেন চেয়ারম্যান মোজাফ্ফার রহমান
সারা দেশ ব্যাপী উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দুর্গা পূজা। ধুপ ধুনো আর বাংলা ঢোলে জানিয়ে দেয় মায়ের আগমনী বর্তা । চণ্ডী মন্ত্র পাঠ , বেল পাতা, ফুল দিয়ে মায়ের চরণে প্রণাম নিবেদন করছেন অনুসারীরা । সকালে অঞ্জলি সন্ধ্যায় আরতি এই বিশেষ সময় টুকু সপরিবার নিয়ে তাই মন্ডপে আসছেন ভক্তরা ।
সনাতন ধর্মের সর্ব বৃহত্তর এই পূজায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হয়েছে বাঙলার মানুষ । ভক্তদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে । সকল আসুরিক শক্তির পরাজয় ঘটে দেশে বয়ে আনবে শান্তি । সোমবার থেকে শুরু হওয়া টানা পাঁচ দিন দেবী মায়ের আরাধনার পর । শুক্রবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের পূজা ।
পূজায় মানুষের এই আনন্দ টুকু ভাগ করে নিতে তায় মন্ডপে মন্ডপে ছুটে চলেছেন তালা ৯ নং খলিশখালী ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফার রহমান । সেই সাথে সরকার ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বর্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে ।
বুধবার মহা অষ্টমী তিথিতে কাটাখালী ব্যারিষ্টারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির ও কাটাখালী সার্বজনীন শ্রী শ্রী মঠ মন্দিরে সন্ধ্যায় ভক্তদের সাথে মায়ের আরতিতে যোগদান করেন তিনি।
পরে কাটাখালী গ্রামের দূর্ভোগ মাটির রাস্তা গুলো দ্রুতো ইট সিলিং বসিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন ।
সেই সাথে উপস্থিত ভক্তদের বলেন পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে নেওয়া হয়েছে সরকারি ভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা । দর্শনার্থীরা যাতে শৃঙ্খল ভাবে মায়ের দর্শন করতে পারেন সে জন্য ২৪ ঘন্টা মন্দির কমিটির পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা নিয়জিত আছেন ।