দৃষ্টিহীনদের জাতীয় দাবা প্রতিযোগিতার শীর্ষে ৪
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিয়াতায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলছে ‘দৃষ্টিহীনদের জাতীয় দাবা প্রতিযোগিতা-২০১৮’। ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর ব্যবস্থাপনায় তৃতীয়বার অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা।
ইতিমধ্যে প্রতিযোগিতার চার রাউন্ডের খেলা শেষ হয়েছে। চার রাউন্ডের খেলা শেষে দুই বিভাগে চারজন শীর্ষে অবস্থান করছেন। উন্মুক্ত বিভাগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সৈয়দ এজাজ হোসেন, রাজশাহীর বাপী সরকার ও চট্টগ্রামের সুরত আলম পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
মহিলা বিভাগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে বদরুন্নেসা কলেজের সোনাই খাতুন পূণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে নূরুন্নাহার তনিমা দ্বিতীয় স্থানে রয়েছেন।
আজ বুধবার উন্মুক্ত বিভাগের তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা এবং মহিলা বিভাগের তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডের খেলায় এজাজ আল আমিনকে, বাপ্পী রাহীকে, সুরত শ্যামলকে, মনির আবিদকে, নাজমুল এনামুলকে, ইমাম কবীরকে, ইনতিয়াজ সাহেবকে, রফিক কামালকে, তুষার শুক্কুরকে, শহিদ খোকন চন্দ্রকে, শাহিন মফিজকে ও সুজন রাসেলকে পরাজিত করেন। মহিলা বিভাগে সোনাই তনিমাকে, তানজিলা আছিয়াকে পরাজিত করেন।
৫০তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ উপলক্ষ্যে মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের এই প্রতিযোগিতায় উন্মুক্ত বিভাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা হতে আগত ৫০ জন এবং মহিলা বিভাগে ১২জন দৃষ্টিহীন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।