কুমিল্লায় তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ
কুমিল্লায় তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় নগরীর রেইসকোর্স এলাকার একটি ভবনের নীচতলায় তালাবদ্ধ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে লিজা আক্তারের সাথে তিন মাস আগে একই উপজেলার বাকশিমুল গ্রামের আবদুল্লাহ আল-মাসুদের বিয়ে হয়। পরে গত দেড় মাস যাবত এ দম্পতি নগরীর রেইসকোর্স এলাকার ওই ভবনের নীচতলার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। বুধবার ওই বাসা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে স্থানীয়রা বিকালে পুলিশকে খবর দেয়।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ওই ভবনের নীচতলার একটি কক্ষ থেকে গৃহবধূ লিজার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে গত ২-৩ দিন আগে এ ঘটনা ঘটে থাকতে পারে।