সাবিলা নয়, ভক্তরাই ঘুম হারাম করেছেন তার!
হালের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তরুণদের পছন্দের তালিকায় শীর্ষে তিনি। অনেক তরুণের রাতের ঘুমও হারাম করেন বলে অভিযোগ অনেকদিনের। তবে এবার ভক্তরাই নাকি তার ঘুম হারাম করেছেন! কীভাবে? সম্প্রতি নাকি হ্যাক করা হয়েছে সাবিলার আইডি। তাছাড়া হ্যাকার থেকে দাবি করা হয়েছে, ভক্তদের কমেন্টের রিপ্লাই না দেয়ায় হ্যাক করেছেন তারা!
এদিকে, এর আগেও বেশ কয়েকবার তার ফেসবুক আইডি হ্যাকড হয়। তবে কিছুদিন আগে তার ফেসবুক হ্যাক হলে গত রোববার সেটাকে ফিরিয়ে আনেন সাবিলা। একদিন যেতে না যেতেই সোমবার আবারো হ্যাকড হয়েছে তার আইডি। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আইডিতে সাবিলা নূরের নাম পরিবর্তন করে ‘অতসী জারা’ রাখেন হ্যাকার।
এদিকে সাবিলার আইডি থেকে একটি পোস্টও দিয়েছেন সে (হ্যাকার)। তাতে লেখা হয়েছে, আবারো হ্যাকড সাবিলা নূরের আইডি। আমি করেছি। আমার পরিচয় জেনে কোনো লাভ নেই। আমি শুধু আমার ক্ষমতাটা দেখালাম। আজ ভক্তদের জন্যই তিনি তারকা বনেছেন।
কিন্তু তারকা হয়ে গেছে বলে তিনি ভক্তদের কমেন্টের রিপ্লাই দেবেন না তা কী করে হয়! তবে তার আইডি আমি তাকে ফেরত দিয়ে দিবো। কোনো ক্ষতি করবো না। উনি শুধু ভক্তদের কমেন্টের জবাব দিলেই হবে।
কিছুক্ষণ পরে অবশ্য এই পোস্টটি ডিলেটও করে দিয়েছেন সেই হ্যাকার। কিন্তু এখনো সাবিলা নূরের আইডির নাম ‘অতসী জারা’-ই রয়েছে।