মেয়ে সারার সঙ্গে এমন কী হলো যে খেপে গেলেন সাইফ?
#মিটু নিয়ে এখন উত্তাল বলিউড। আর নিজেদের যৌন হেনস্তা দিয়ে যখন মুখ খুলছেন বলিউডের একের পর এক সেলিব্রিটি, সেই সময় অভিযোগ কারিনীদের পাশে দাঁড়ালেন সাইফ আলি খান।
যৌন হেনস্থার মত ঘটনা যদি কোনো মহিলার সঙ্গে ঘটে, তাহলে তিনিই সেই কষ্ট অনুভব করতে পারেন বলেও মন্তব্য করেন সাইফ আলি খান।
এদিকে, নিজের মেয়ে সারা আলি খানের সঙ্গে যদি এমন অসভ্য ব্যবহার করেন তাহলে তাকেও এক হাত দেখিয়ে দিবেন বলে জানিয়েছেন বলিউডের এ নবাব। তিনি বলেন, সারা আলি খানের সঙ্গে যদি কেউ অসভ্য ব্যবহার করে, তাহলে তাকে কষিয়ে থাপ্পড় মারবো। আমি কোনোভাবেই সেই ব্যক্তিকে ছেড়ে দেবেন না।
শুধু তাই নয়, মেয়েকে অপমান করা ব্যক্তিটি যদি সাইফ এর হাতে মার খেয়ে আদালতের দ্বারস্থ হন, তাতেও কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন সাইফ।
অর্থাৎ, মেয়েকে অপমান করার ব্যক্তিকে তিনি কোনভাবেই ছেড়ে দেবেন না। আর তার জন্য যদি তাক আদালত পর্যন্তও যেতে হয়, তাহলেও কোনো আপত্তি নেই বলেও স্পষ্ট জানান বলিউডের এই নবাব।
তবে স্ত্রী করিনা কাপুর খান, বোন সোহা আলি খান এবং তার মা শর্মিলা ঠাকুরের সঙ্গেও যদি কেউ খারাপ ব্যবহার করেন, তাহলে তাদেরকেও সাইফ কোনোভবেই ছেড়ে দেবেন না বলে সাফ জানেন পতৌদির ছোটে নবাব।