ভক্তের চুমুতে সরস প্রতিক্রিয়া রোহিত-পত্নীর
উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে চুমু খেতে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। যদিও সে যাত্রায় রক্ষা পান বিরাট। কোনোমতে নিজেকে রক্ষা করেন। তবে রোহিত শর্মা অবশ্য রক্ষা পেলেন না। মুম্বাইয়ের এক দর্শক ঠিকই চুমু বসিয়ে দিয়েছেন রোহিতের গালে। আর এ নিয়ে বেশ কৌতুকের সৃষ্টি হয়েছে। তাতে যোগ দিয়েছেন স্বয়ং রোহিতের স্ত্রী।
উইন্ডিজ সিরিজে টেস্ট স্কোয়াডে নেই রোহিত। আর একারণে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে একদিনের ম্যাচ খেলতে নেমে পড়েন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ঘটনা সেখানেই।
ঘরোয়া ক্রিকেটের এই ম্যাচে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে মাঠে ঢুকে পড়েন রোহিতের সেই ভক্ত। অতঃপর জড়িয়ে ধরে চুমু এঁকে দেন রোহিতে গালে। চুমোর শিকার হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে বেশ হাস্যরসের। সবচেয়ে সেরা রসিকতাটা করেছেন তার স্ত্রী ঋতিকা সাজদেহ। সতীর্থ যুজবেন্দ্র চাহাল পত্রিকার পাতায় ছাপা হওয়া ভক্তের চুমোর ছবি টুইট করে ঋতিকাকে প্রশ্ন করেন, ‘ভাবী, এসব কী হচ্ছে?’ সঙ্গে সঙ্গে ঋতিকার উত্তর, ‘আমি আর তুমি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে গেলাম হে!’