বেনাপোলের ব্যবসায়ী বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় নিহত
যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় আহসান(৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় আহসান ফেরার পথে সাদিপুর গ্রামে সন্ত্রাসীরা তার উপর এ হামলা চালায়।
নিহত আহসান বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মৃত সামসুর হাজীর ছেলে।
নিহতের বড় ভাই ইসমাইল খান জানান, তার ছোট ভাই বাজার থেকে দোকান বন্ধকরে বাড়ি ফিরছিল।সে সময় সাদিপুর রাস্তার মোড়ে এক দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আকতার ও তার বন্ধুরা।এ নিয়ে দোকানীর সাথে তাদের বচসা শুরুহয়। ঐ সময়ই আহসান ঘটনা স্থলে গিয়ে বিষয়টি জানারপর মিমাংসা করতে চাইলে বুনো আক্তার ও তার দলবল আহসানের উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
Please follow and like us: