ইউটিউব লড়াই

বেশি কিছুদিন ধরেই ইউটিউবে কে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের অধিকারি হবে তা নিয়েই বড়সড় হাইপ চলছে। এই প্রতিযোগিতাটি চলছে মূলত বিখ্যাত ইউটিউবার পিউডিপাই (PewDiePie) আর বিখ্যাত ভারতীয় মিউজিক কোম্পানি টি-সিরিজ এর মাঝে। ২০১৩ সাল থেকে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল পিউডিপাই কে হারাতে উঠেপরে লেগেছে টি-সিরিজ। আসুন প্রথমে তাদের ব্যাপারে কিছু বিস্তারিত জেনে আসি।

পিউডিপাই মূলত একটি ছদ্মনাম। এই চ্যানেলের মালিকের আসল নাম ফেলিক্স আরভিড উলফ শেলবার্গ। ২০১০ সালে ইউটিউব তিনি চ্যানেল খোলেন। সে বছরই আগ্রহ হারিয়ে পরিবারের শত বাধা সত্বেও পড়াশোনা ছেড়ে দেন। পুরোপুরি মনোযোগ দেন ইউটিউবিং এ। কিন্তু অর্থসংকটে পরে কাজ শুরু করেন একটি হটডগ স্ট্যান্ডে। এর পাশাপাশি অনলাইনে বিক্রি শুরু করেন নিজের ফটোশপ প্রোজেক্ট। এই অর্থ দিয়ে চালিয়ে যান তার ইউটিউব কন্টেন্ট মেকিং। ২০১২ সালে তার চ্যানেলের সাবক্রিপশন দাঁড়ায় ১০ লাখে। ঠিক তার পরের বছরই অর্থাৎ ২০১৩ সালে তা হয় ইউটিউব হিস্টোরিতে সর্বোচ্চ যা বর্তমানে ছয় কোটি ৬০ লাখের কিছু বেশি। তার প্রথমদিকের ভিডিওগুলো ছিল ভৌতিক গেমিং বেজড। কিন্তু পরবর্তিতে তিনি অন্যান্য গেমের দিকেও মনোযোগ দেন।

1.ইউটিউব লড়াই

তিনি গেমের স্পেশাল মোমেন্টগুলো শেয়ার করতেন সবার সঙ্গে। আর ভিউয়ার্সদের সম্বোধন করতেন “ব্রো’ বলে। পরবর্তিতে সম্বোধন করা শুরু করেন “স্কোয়াড ফ্যাম” বলে। এরপর তিনি বিভিন্ন ধরনের ভ্লগ আর লাইভ গেমিং শুরু করেন। তার ভিডিওগুলোর মুল কন্টেন্টই হলো কমেডি। প্রত্যেকটি ভিডিওই কমেডিতে ভরা। তার ভিডিও গুলো শুরু হয় খুবই হাই পিচের কথার মাধ্যমে আর সেখানে থাকে এমন একধরনের হাইপ যা দর্শককে আটকে রাখে। তার রাতারাতি বিখ্যাত হওয়ার পেছনে অন্যতম কারণও এটি। কমেডি আর ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্ক আর অসাধারণ কন্টেন্টের কারণে তার ভিউয়ার্স বাড়তে থাকে দিনদিন। কিন্তু সেই কমেডি নিয়েও আছে অনেক বিতর্ক। কিছু কিছু কমেডি এতো অাক্রমণাত্মক যে এজন্য কিছুদিন আগে এমসিএন কোম্পানি পার্টোনারশিপ ক্লোজ করে দেয়।

এবার আসি টি-সিরিজের এর কথায়। এই ভারতীয় কোম্পানি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত। তখন খুবই ছোট একটি কোম্পানি ছিলো এটি যারা ১৯৯০ সাল পর্যন্ত সিনেমার গানের পাইরেটেড কপি বিক্রয় করতো। ১৯৯০ সালে তাদের প্রথম ব্রেকথ্রু হয় “আশিকি” সিনেমার অ্যালবাম বের করার মাধ্যমে। এরপর আস্তে আস্তে এটি জনপ্রিয়তা পেতে শুরু করে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠানের মালিক গুলশান কুমার নিহত হওয়ার পর কোম্পানির হাল ধরেন তার দুই ছেলে ভুষণ কুমার আর কৃষাণ কুমার। এই কোম্পানির সঙ্গে যুক্ত আছেন আমির খান, সালমান খান, অক্ষয় কুমার, অয়জ দেবগন আর রনবির কাপুরের মতো বলিউড তারকারা। এদের সাবস্ক্রাইবার সংখ্যা ছয় কোটি ৪০ লাখের মতো।

2.ইউটিউব লড়াই

পরিসংখ্যান দেখলে বোঝা যায় টি-সিরিজ হুট করেই সাবস্ক্রিপশন বুস্ট আপ পেতে শুরু করে এবং দিনদিন তা বেড়েই চলেছে। এর কারণ একটু ঘেটে দেখলে সহজেই বোঝা যায় কেন এটা হচ্ছে। প্রতিষ্ঠানটি এশিয়ার দেশগুলোয় এখন খুব প্রভাব ফেলছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু হওয়ায় সকলেইই এখন ইউটিউবের এক্সেস পাচ্ছে সহজেই। আর এই অঞ্চলে হিন্দি গানের জনপ্রিয়তা থাকায় তাদের সাবস্ক্রিপশন দিনকে দিন বেড়েই চলেছে। অন্যদিকে পিউডিপাই-এর ভিডিওগুলো সবার জন্য না। বিশেষ করে এই উপমহাদেশের মানুষকে অতোটা টানে না। এক কমেডি ভ্লগে পিউডিপাই দাবি করেন টি-সিরিজ বট ব্যবহার করে সাবস্ক্রিপশন বাড়াচ্ছে। কিন্তু এই দাবির কোনো ভিত্তি নেই।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)