সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড কৃষকলীগের পরিচিতি সভা
বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা পৌরশাখার অন্তর্গত ৫নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলর পরবর্তী কমিটির পরিচিতসভা অনুষ্ঠিত হয়েছে। কাজী তাহমিদ হাসানের সভাপতিত্বে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যদিয়ে শহরের টিবি হাসপাতাল মোড়ে কমিটির পরিচিতসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন। বিশেষ ছিলেন পৌর কৃষকলীগের সভাপতি সামছুজ্জামান জুয়েল। প্রধানবক্তা ছিলেন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ আনারুল ইসলাম। ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ডা: রুহুল আমীনের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি আবুল খায়ের কচি, মনি মাস্টার, মোঃ আফছার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিঃ রবার্ট মণ্ডল, সদস্য গুরুপদ দাস, মাহবুবুর রহমান, নাজমুল হোসেন, আছের আলী, পরিচিতি সভায় প্রধান অতিথি মঞ্জুর হোসেন বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি এবং কৃষকের প্রতি বিগত দিনগুলোতে অগ্রাধিকার দেওয়ায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধান মন্ত্রী বানিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। পরিচিতি সভায় শেষে স্থানীয়দের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।