সাতক্ষীরায় বিদ্যুতের তার জড়িয়ে শ্বশুর-শ্বাশুড়িকে হত্যার চেষ্টা: জামাই আটক
সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নে বিদ্যুতের তার জড়িয়ে শ্বশুর-শ্বাশুড়িকে হত্যার চেষ্টা করা হয়েছে।
রবিবার রাতে ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামে এঘটনা ঘটে।
জানাগেছে, শ্যামনগর উপজেলার কাঁশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের ওবাইদুল মোল্যার ছেলে কালাম মোল্যার সাথে ফিংড়ী ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামের মকফুর রহমানের মেয়ে মারুফা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর হতে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মারুফা স্বামীকে ডিভোর্স দেয়। তবে কালাম মোল্যা স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন ভাবে ফন্দি আটে।
রবিবার রাত সাড়ে ১১ টার দিকে শ্বশুর বাড়ীর সকলেই ঘুমিয়ে পড়লে শ্বশুর শ্বাশুড়িকে হত্যার উদ্যেশ্যে কালাম মোল্যা বিদ্যুতের খোলা তাঁর শ্বশুরের ঘরের দরজায়, বারান্দায়সহ সকল স্থানে জড়িয়ে রাখে।
এরপর বিদ্যুতের খুটির মাথায় তার লাগানোর জন্য শুকনা কুঞ্চি নিয়ে সে লেবু গাছে ওঠে। এরপর তারের সংযোগ দেওয়া মাত্রই বিকট আওয়াজ হয়ে তার পুড়ে যায়। শব্দ শুনে তাৎক্ষনিক পার্শ্ববর্তী লোকজন এসে হাতেনাতে কালাম মোল্লাকে আটক করে পুলিশকে জানায়।
এ ব্যাপারে ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ১১টার দিকে ফিংড়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে জামাই কালাম মোল্যাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ব্রম্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিরাজ আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী কালাম মোল্লাকে ধরে আমাদের জানালে আমরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছে।
Please follow and like us: