শ্যামনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১০ টায় ভিএসও বাংলাদেশ এর এনসিএস প্রকল্পের অধীনে “বিশ্ব হাত ধোয়া দিবস” উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের মূলসুর ছিল “clean hands – a recipe for health” বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে প্রতিবছর ১৫ই অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে ।
নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো:আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে ছেলেমেয়েদের হাত ধোয়া, পরিষ্কার – পরিচ্ছন্নতার উপর বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন স্কুলের অন্যান্য শিক্ষক এবং এনসিএস এর দক্ষিণাঞ্চল প্রজেক্ট কো-অর্ডিনেটর ইব্রাহিম আলম।
অনুষ্ঠানটি পরিচালনা করনে ভিএসও ফোর্থ সাইকেল ভলান্টিয়ারেরা।
আলোচনা শেষে হাত ধোয়া শেখানো এবং সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সাবান বিতরণ করে অনুষ্ঠানটি শেষ হয়। হাত ধোয়ার উপকরণ সামগ্রীর স্পন্সরশীপ করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
শ্যামনগরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালী বের হয়।