শোভনালীতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। কালিবাড়ি বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা- ৩ আসানের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষে উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলি। শোভনালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ সালাম পাড়ের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ মন্ডল। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুরুল ইসলাম। ইউনিয়ন সাধারণ সম্পাদক মনজু ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা এস এম আসাফুদ্দৌলা। সভায় সম্মানিত অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আঃ করিম মোড়ল, ইউনুছ আলী, উপদেষ্টা কন্ট্রাক্টর নজরুল ইসলাম, সহ-সভাপতি খোকন মন্ডল, কামরুজ্জামান বাবুল, আইন বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক অবিনাশ বৈদ্য, সদর ইউনিয়ন নেতা সমীরণ বাইন, দিলীপ মন্ডল ও মিজানুর রহমান, ছাত্রলীগের শাহজালাল হিমেল, রামু কুমার বৈদ্যসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।