পূজায় উস্কানিমূলক কর্মকাণ্ডে নজর রাখছে র্যাব
দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো তথ্য কারো কাছে থাকলে বা সন্দেহজনক কিছু কারো চোখে পড়লে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সোমবার সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই অনুরোধ জানান।
তিনি বলেন, দেশে ৩১ হাজার ২শ ৭২ টি স্থায়ী এবং অস্থায়ী পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বৈষম্যহীন অর্থনীতি, সাম্প্রদায়িক সম্প্রিতী এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কারণে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। আর পূজাকে কেন্দ্র করে কেউ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন উস্কানীমূলক কর্মকাণ্ড করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।
এসময় র্যাব মহাপরিচালক বনানী পূজামণ্ডপে র্যাব স্থাপিত কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার ঘুরে ঘুরে দেখেন। একই সঙ্গে ডগ স্কোয়াডের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
Please follow and like us: