নতুন রূপে প্রতিমা ভাস্কর্যিত হয়েছে আশাশুনির বড়দল পূজা মন্ডপে
ধর্ম যার যার উৎসব সবার এমন ভাবে বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্যের দুর্গা পূজা উদযাপন হচ্ছে বড়দল ঐতিহ্যবাহী কালীবাড়ি পূজা মন্দিরে প্রাঙ্গণে। এ বছর এ মন্দিরে দুর্গা প্রতিমাকে নতুন রূপে সুসজ্জিত করা হয়েছে। এবারের আকর্ষণ সোলার কারুকার্যে তৈরি দুর্গা প্রতিমা ।
এ ব্যাপার এ মন্দির কমিটির সভাপতি বাবু মিলন কুমার শীল বলেন প্রতি বছরের ন্যায় এবার ও আমরা মাকে নতুন আঙ্গিকে সুসজ্জিত করেছি। বড়দল বাজার পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাই কে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন । প্রতি বছর এমন ভাবে যেন মাকে আমরা সুসজ্জিত করতে পারি এই আশা রাখি সবার কাছে।
মন্দির কমিটির সার্বিক সহযোগিতাই সঞ্জয়,পার্থ, অরুণ, মিলন,প্রান্ত, রনি,বাবু, জয়গোপাল,সুজিত, শুভ এবং পুলিশ আনসার বাহিনি সার্বখনিক দায়িত্ব পালন করছে ।
Please follow and like us: