দুর্গাপূজা উপলক্ষ্যে দলিত পরিষদের সুজি ও চিনি বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা দলিত পরিষদের পক্ষ থেকে গরীব দুস্থ ও অসহায়দের মাঝে সুজি ও চিনি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সুলতানপুর ক্যাথলিক মিশন হলরুমে অসহায়দের মাঝে সুজি ও চিনি বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক গৌরপদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারি উজ্জ্বল দাস, সদর ও উপজেলা দলিত পরিষদের সদস্য আকবার আলী, সাধারণ সম্পাদক জোসেফ সরকার, তালা উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, আশাশুনি উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক নিমাই সরকার, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, পরিত্রাণ সংস্থার প্রতিনিধি প্রবীর সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা সদরের ব্যাংদহা,ফয়জুল্যাপুর, ফিংড়ী, গোবিন্দপুর, জেয়ালা, আলিপুর, আলিপুরমধ্যপাড়া, বাটকেখালী, সাতানি ঋষিপাড়া, তুলইগাছা, রাজারবাগান, শ্রীরামপুর, ছয়ঘোরিয়া, মাধবকাঠি ও সুপারিঘাঠার মোট ৪৭০জন দলিত সদস্যদের মাঝে দুর্গা পূজার সুজি ও চিনি বিতরণ করা হয়।