কুলিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচী
সমাজ পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্লোগানে ঢাকা ইউনির্ভাসিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধমূলক কর্মসূচী পালন করা হয়।
সোমবার বেলা ১২ টায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মোঃ হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম।
এসময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবির, শিক্ষক রফিক উল ইসলাম খান, সেলিমুজ্জামন, মনিরুল ইসলাম, রুবেল হাসান হাফিজা খাতুন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ডাঃ অহিদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী স্বপ্না খাতুন। বক্তারা বলেন বাল্য বিবাহ রোধে সবাইকে স্থানীয় প্রশাসনের সহযোগীতা গ্রহন করতে হবে, প্রয়োজনে টোল ফ্রি নাম্বার ১০৯ এ ফোন করে জানালে সাথে সাথে সেবা মিলবে। এছাড়া সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক সম্পর্কে শাস্তি ও পরিত্রানের উপায় নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদেরকে সচেতন হয়ে দেশকে আরো সুন্দর করে তুলতে হবে।