কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
কলারোয়া জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়াজিত কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী।
কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইনের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মোঃ ছারোয়ার হোসেন। আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, ডাঃ মেহেরউল্লাহ, মৎস্য কর্মকর্তা বজলুর রহমান, সমবায় কর্মকর্তা নওশের আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ সুধিজন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গণমৈত্রী পরিচালক মেহেদী হাসান।