কলারোয়ায় আনন্দমুখর পরিবেশে ‘বিজয় ফুল’ উৎসব উদযাপিত
কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার উৎসবমুখর পরিবেশে বিজয় ফুল উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, দেশাত্মবোধক গান ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সূত্র জানায়, সকল প্রতিযোগিতা ৩ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে প ম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগ ও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগ। আগামী ১৬ ডিসেম্বর’২০১৮ মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব আয়োজনের সাথে অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিজয় ফুল তৈরির মর্মার্থ বিষয়ে বলা হয়েছে, বিজয় ফুলে ৬টি পাপড়ি থাকবে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফাকে স্মরণ করাবে। বিজয় ফুলের মাঝে একটি কলি থাকবে, যা পাপড়ির সাথে যুক্ত হয়ে (৬+১=৭) তাঁর ৭ মার্চের ভাষণকেও স্মরণ করাবে। কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, কোমলমতি শিশু থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিকভাবেই নজরকাড়া এক একটি বিজয় ফুল তৈরি করেছে। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়, দমদম মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র আরও জানায়, বিভিন্ন ইভেন্ট বিজয়ীরা আগামী ২০ অক্টোবর উপজেলা পর্যায়ে একই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। সোমবার এই প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।