আশাশুনি প্রেসক্লাবে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে আশাশুনি প্রেসক্লাবে মতবিনিমিয় সভা করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় আলোচনা রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, প্রচার সম্পাদক গোপাল কুমার মন্ডল, দিপন কুমার মন্ডল প্রমুখ। সভায় প্রেসক্লাবের সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। সাথে সাথে সকল অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জ্ঞাপন করা হয়। যেসব স্থানে ব্যাপক ভক্ত ও জনসমাগম ঘটবে, বিশেষ করে নৌকা বাইচ প্রতিযোগিতার স্থানসহ দীর্ঘ পূজা অনুষ্ঠানে সতর্কতার সাথে রিপোর্টিং এর পাশাপাশি যে কোন সমস্যা দূর করতে পূর্বেই পারস্পরিক যোগাযোগ রক্ষার আহবান জানান হয়।