শাঁখরায় পোল্ট্রি চাষে অস্বাস্থ্যকর হচ্ছে পরিবেশ
শাঁখরায় জনবসতি এলাকায় পোল্ট্রি মুরগীর চাষে অস্বাস্থ্যকর হচ্ছে পরিবেশ । আর এর ফলে দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে ৩নং ওয়ার্ড পদ্ম-শাঁখরা একটি জনবহুল এলাকা। এই ঘন জনবসতি পূর্ণ পরিবেশে মৃত নাজের আলী গাজীর পুত্র আল মাসুদ পরিবেশ অধিদপ্তরের কোন নীতিমালা না মেনে চালিয়ে যাচ্ছে ব্যবসা।
এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, এই মাসুদ দীর্ঘদিন ধরে জনবসতি এলাকায় মুরগী চাষ করে আসছে কিন্তু বরজ অপসারণে মানেনা নিয়ম নিতি । আর তার খামারের বর্জ্য আশপাশের এলাকাগুলো জনগণের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ছে স্থানীয়রা। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, স্বাস্থ্যহীনতায় ভুগছে এলাকাবাসী, পড়াশুনার ক্ষতি হচ্ছে কোমলমতী শিক্ষার্থীদের। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয়রা প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন।