লাবসায় নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নজরুল ইসলাম কর্মী সমাবেশ
সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় মথুরাপুর বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মটরচালকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেষ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, লাবসা ইউনিয়ন আ’লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সদর যুবলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বাবু, সদর উপজেলা তরুনলীগের দপ্তর সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন,
বাংলার মাটিতে পদ্মাসেতু এখন দৃশ্যমান। শেখ হাসিনা সরকার ঘোষণা দিয়েছিলেন দেশের অর্থায়নে পদ্মাসেতু হবে, সেই পদ্মা সেতুর কার্যক্রম এখন চলমান, দৃশ্যমান। একইভাবে বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা স্বাস্থ্য সহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা চলমান রয়েছে। তিনি আরও বলেন, বিগত সকল সরকারের চেয়ে শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। কোনো শিশু যাতে শিক্ষা থেকে ঝরে পড়তে না পারে সে জন্য শেখ হাসিনা সরকার ১লা জানুয়ারীতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার জনগনের সরকার, উন্নয়নের সরকার। এ সরকারের উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকার কে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।দলীয় সভানেত্রীর নির্দেশ অমান্য করে অনেকে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাদের কুৎসা রটনা থেকে বিরত থেকে শেখ হাসিনার উন্নয়ন প্রচারের আহ্বান জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর যুবলীগের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ।