টাকিতে স্ব স্ব সীমানায় প্রতিমা বিসর্জন : হচ্ছে না মিলন মেলা
শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের পুলিশ, বিজিবি, বিএসএফ ও জনপ্রতিনিধিদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ভারতের হাসনাবাদ পুরানো বাজার সংলগ্ন পানিয় জল গুনগতমান পরীক্ষাগারের অতিথিশালায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত থেকে নেতৃত্ব দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী বিজিবির ক্যাম্প কমান্ডার আমিনুল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী। এছাড়া ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের মহাকুমা থানার এসডিপিও অশিস মর্জি, সার্কেল ইনেসপ্যাক্টর প্রশেন খান, হাসনাবাদ থানার (ওসি) এসআই দেবদুলাল মন্ডল, বিএসএফ ক্যাম্প কমান্ডার প্রেম সিংহ, টহল কমান্ডার সিব, টাকি পৌর সভার মেয়র সোমনাথ চট্টোপাধ্যায়, পোষ্ট কমান্ডার হুসিয়ার সিং। এসময় দু দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে ইছামতী নদীতে স্ব স্ব তীরে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। উভয় দেশের সীমানা দিয়ে বিজিবি-বিএসএফ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর টহল জোরদার করা হবে। যার যার সীমানায় মিলন মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা নিজ নিজ সীমারেখায় আনন্দ উপভোগ করতে পারবে।