কালিগঞ্জে এক মাদকাসক্তের উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ স্কুল ছাত্রীর! আটক বখাটে
ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জের উপজেলার মৌতলা ইউনিয়নের আব্দুর রহিম কলুর ছেলে রাসেল (২২) জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করবে বলে হুমকি প্রদান করেছে এক স্কুল ছাত্রীকে। ওই স্কুল ছাত্রীকে ঢাকায় তার নিকট আত্মীয় বাড়িতে লুকিয়ে রেখেছে বলে জানিয়েছে অসহায় অভিভাবক।
ভুক্তভোগী স্কুল ছাত্রীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যায়নরত ওই ছাত্রী মৌতলা ২ নং ওয়ার্ডের শিক্ষক ইছহাক আলীর মেয়ে। ওই স্কুল ছাত্রীকে দীর্ঘদিন যাবৎ উত্যক্ত করে আসছিল যুবলীগ নামধারী রাসেল। সে এলাকায় একজন মাদকাসক্ত লম্পট হিসেবে সবার কাছে পরিচিত। স্কুলে যাতায়াতকারী মেয়েদের উত্যক্ত করা তার প্রধান কাজ। হিংস্র রাসেলের বিপক্ষে কেউ সহজে মুখ খুলতে সাহস পায় না। নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে কেউ তাকে কিছু করার ক্ষমতা রাখে না বলে হুমকি প্রদান করে স্কুল ছাত্রীর পিতা ইসহাক মাষ্টারকে তার মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি প্রদর্শন করে রাসেল। এখানে ক্ষান্ত নয় বাড়িতে যেয়েও ভয়ভীতি দেখানোর কারণে তার হাত থেকে রেহাই পেতে মেয়েকে পরাশুনা বন্ধ করে দিয়ে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে ওই ছাত্রীর পিতা।
উত্যক্তের বিষয়টি মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ এখলেছুর রহমানকে জানানো হয়েছে বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন মেয়েটির পিতা।
জানতে চাইলে পরিচালনা পর্ষদের সভাপতি এখলেছুর রহমান জানান, উত্যক্ত ও হুমকি প্রদানের বিষয়টি স্কুল ছাত্রীর পিতা ৯/১০ দিন আগে তাকে জানিয়েছে। এরপর থেকেই তিনি ঢাকায় চিকিৎসারত অবস্থায় রয়েছেন। রাসেলকে চিহিৃত বখাটে উল্লেখ করে তিনি বিষয়টির প্রতিকারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা অনেকে জানান রাসেল মৌতলা ইউপি’র ১ নং ওয়ার্ডের সদস্য ডালিমের ছত্রছায়ায় থেকে বিভিন্ন প্রকার অপকর্ম করে বেরায় তার নির্দেশে। এমনকি মেয়েদের উত্যক্ত, মাদক সেবনসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকলেও মেম্বারের কারণে সে পার পেয়ে যায় বলে জানান।
স্থানীয় ইউপি সদস্য ডালিম বলেন, ওই ছেলেটা আমার সাথে থাকে। আমার দৃষ্টিকোন থেকে ছেলেটা ভাল। বরং ওই মেয়েটাই রাসেলকে ডিস্টাব করে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্যক্ত করার অপরাধে তাকে আটক করা হয়েছে। উত্যক্ত কারীরা যে দলেরই হোক তিনি ছাড় দিবেন না বলে জানান।