কলারোয়ায় উৎসবমুখরতায় ৪২ টি পূজামন্ডপে দুর্গাপূজা শুরু।। সবখানেই নিশ্ছিদ্র নিরাপত্তা
কলারোয়ায় উৎসবমুখরতায় রোববার শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। উপজেলার ৪২টি মন্ডপে রোববার সন্ধ্যায় দুর্গাদেবীর বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে পূজার সূচনা হয়েছে। যথাযথ মর্যাদায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
শনিবার বিকেলে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল দুর্গাপূজার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার বিষয়টি অধিক প্রাধান্য দেন। ইতোমধ্যে এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ লিফলেট বিতরণ করে পূজামন্ডপের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার বিষয়টি সকলকে অবগত করিয়েছেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখার কথা বলা হয়েছে। এছাড়া আজান ও নামাজের সময় পূজামন্ডপের বাদ্য-বাজনা ও শব্দ বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। মন্ডপগুলোতে যেমন উৎসবমুখরতা থাকবে, ঠিক তেমনি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকবে। কলারোয়ার ৪২টি পূজামন্ডপ হলো: কলারোয়ায় পৌরসভায় তুলসীডাঙ্গা ঘোষপাড়া মাতৃ পূজামন্ডপ, তুলসীডাঙ্গা গোয়ালঘাটা পূজামন্ডপ, মুরারীকাটি উত্তর পালপাড়া পূজামন্ডপ, ঝিকরা হরিতলা পূজামন্ডপ, গোপিনাথপুর ঘোষপাড়া পূজামন্ডপ, মুরারীকাটি দক্ষিণপাড়া পূজামন্ডপ, গোপিনাথপুর দক্ষিণপাড়া পূজামন্ডপ, মুরারীকাটি দক্ষিণপাড়া হরিসভা পূজামন্ডপ। এছাড়া উপজেলার ১২ টি ইউনিয়নের পূজামন্ডপগুলো হলো: ধানদিয়া দাশপাড়া পূজামন্ডপ, দক্ষিণ জয়নগর তরুণ সংঘ পূজামন্ডপ, জয়নগর মাতৃমন্দির পূজামন্ডপ, উত্তর জয়নগর দাশপাড়া আনন্দ সংঘ পূজামন্ডপ, খোর্দ্দ-বাটরা সার্বজনীন পূজামন্ডপ, উত্তর ক্ষেত্রপাড়া সার্বজনীন পূজামন্ডপ, খাসপুর সার্বজনীন পূজামন্ডপ, লাঙ্গলঝাড়া সার্বজনীন পূজামন্ডপ, সোনাবাড়িয়া শ্যামসুন্দর মন্দির, সাতপোতা সার্বজনীন পূজামন্ডপ, কেরালকাতা ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির. দামোদরকাটি পূজা মন্দির, হেলাতলা পূজা মন্দির, শুভঙ্করকাটি পূজামন্ডপ, গয়ড়া সার্বজনীন দুর্গামন্দির, নাথপুর সার্বজনীন দুর্গা মন্দির, মদনপুর সার্বজনীন দুর্গা মন্দির, শ্রীপতিপুর দাসপাড়া পূজামন্ডপ, কয়লা ঘোষপাড়া সার্বজনীন পূজামন্ডপ, কাশিয়াডাঙ্গা পূজা মন্দির, বৈদ্যপুর দাসপাড়া পূজা মন্দির, বাঁটরা দাসপাড়া পূজা মন্দির, বাকসা দাসপাড়া পূজামন্ডপ, আইচপাড়া পূজামন্ডপ, কেঁড়াগাছি পূজামন্ডপ, দেয়াড়া ঘোষপাড়া সার্বজনীন পূজামন্ডপ, দেয়াড়া সার্বজনীন গোবিন্দ পূজা মন্দির, পাকুড়িয়া সার্বজনীন পূজা মন্দির, পাটুলিয়া সার্বজনীন পূজা মন্দির, পাটুলিয়া সার্বজনীন পূজামন্ডপ, কুশোডাঙ্গা সার্বজনীন পূজামন্ডপ, শিবানন্দকাটি সার্বজনীন পূজামন্ডপ, রায়টা সার্বজনীন পূজামন্ডপ ও বামনখালি বিনোদতলা সার্বজনীন পূজামন্ডপ। এবার কলারোয়ার বিভিন্ন সংগঠন দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে জয় মাহাপ্রভু সেবক সংঘ, কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসিত ঘোষ জানান, আগামী মঙ্গলবার মহাসপ্তমীতে উত্তর মুরারীকাটি পালপাড়া পূজান্ডপ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিক্রমা করবে।