আশাশুনিতে দ্বিতীয় স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
আশাশুনি উপজেলার কুল্যা গ্রামে দ্বিতীয় স্ত্রী কতৃক স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগ ও বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে উপস্থিত হয়ে বসুখালী গ্রামের জিয়ারুল ইসলাম গাজীর কন্যা শারমিন সুলতানা জানান, তিনি গুনাকরকাটি গ্রামে তার ভগ্নীপতি রিয়াজুলের বাড়িতে আসা যাওয়ার সুযোগে বাজারে সার ও কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাদশার সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে বিয়ের প্রস্তাব দিলে সে রাজী হয়। তারা মা-বাবা, বোন দুলাভাইদের অনুমতি ছাড়া প্রায় ৩ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পরে জানতে পারে স্বামীর আরেক বিয়ে ও সন্তান-সন্ততি আছে। বিয়ের পর তাকে নিজের বাড়িতে না নিয়ে বদরতলাসহ বিভিন্ন স্থানে ভাড়া বাসায় রাখা হতো। এক বছর পূর্বে স্বামী জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট করে। বর্তমানে তারা ইটাগাছায় কোহিনুরের বাড়িতে ভাড়া থাকে। ২০ সেপ্টেম্বর সে পিত্রালয়ে চলে আসে এবং সে ৩ মাসের অন্তঃসত্ত্বা। তার সন্তান পুনরায় নষ্ট করতে স্বামী চাপ প্রয়োগ করছে এবং সাথে সাথে তার পিত্রালয় থেকে ২ লক্ষ টাকা আনিয়ে দিতে মানসিক চাপ প্রয়োগ করছে। এব্যাপারে আইনগত প্রতিকার দাবী করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে পরে কথা বলবে বলে লাইন কেটে দেওয়া হয়।