শ্যামনগরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপিত
“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি” এ প্রতিপাদ্যের আলোকে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্যামনগরে আন্তর্জাতিক দূযোগ প্রশমন দিবস ২০১৮ পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সংশ্লিষ্ট আসনের এমপি এস এম জগলুল হায়দার এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এম জগলুল হায়দার এমপি। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ওসি ইলিয়াস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস ও সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। আলোচনা সভায় দূর্যোগ ও দূর্যোগের পূর্ব প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সকল সরকারী কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীগণ অংশ গ্রহন করেন।